অনুপ্রেরণা

আমি কোন পরীক্ষায় A+ পাইনি। হয়তো ৩. এ নয়তো ৪. এ এসে আটকা পড়েছি প্রতিবার। কত মাইর খেয়েছি পড়ালেখার জন্য সেটা বলার ইয়ত্তা নেই। শেষে পড়ালেখার প্রতি গুরুত্ব কমাতে শুরু করে কাজ খোঁজার দিকে মনোযোগ দেই।

একটা সময় ব্যবসায়ী এক লোকের কাছে হাতেখড়ি করে শিখে ফেলি ব্যবসায়ের বিভিন্ন কৌসল। ইনকাম হতো একজন সরকারি চাকরি করা ব্যক্তির চেয়ে অনেক বেশি। ভালোই চলছিল দিনকাল। একটা সময় এলো যখন বিভিন্ন ক্লাইন্ট আসত বিদেশী তাঁরা কথা বলত ইংরেজি ভাষায়। আমি মোটামুটি ইংরেজি ভাষা বুঝতে পারলেও একটা বাক্য ইংরেজি আমার মুখে আসত না। বাধ্যতামূলক ইংরেজি ভাষায় কথা বলে এমন একজনকে নিয়োগ দিতে হলো।

যেই ব্যক্তি ইংরেজি ভালো জানে সে আবার ব্যবসায়ের মাইর প্যাচ বোঝে না। একটা সময় এলো যখন ব্যবসায়ের হিসাব মিলাতে হিমসিম খেতে হচ্ছে। ইংলিশ বলা ব্যক্তি ক্লাইন্টকে উল্টাপাল্টা তথ্য দেয়াতে সে সরকারিভাবে অভিযোগ করায় শেষ পর্যন্ত প্রোডাক্ট ব্যান্ড করে দিতে হয়েছিল।

ব্যবসায়ের অবস্থা মোটেও ভালো চলছিল না। ব্যবসায়ের নামে ক্লেইম থাকায় কেউ আর প্রোডাক্ট নিতে আগ্ৰহ প্রকাশ করত না। একসময় গোটা ব্যবসাটাই বন্ধ করতে হলো। ব্যবসায়ের মেটারিয়ালের দাম ও বিভিন্ন খাতে ফাইন ভরতে গিয়ে একসময় দেউলিয়া হয়ে গেলাম।

অল্প বয়সে লাখপতি থেকে ফকির। অবশেষে কাম ব্যাক করতে অনেক সময় লেগে যায়। বাট এখন আছি কোন মতে।

আমার ব্যর্থতা থেকে একটা শিক্ষা নিতে পার।

জীবনে পড়ালেখা করো, সরকারি চাকরি করতে হবে এই জন্য নয়। (জানার জন্য পড়ালেখা করো) নিজেকে ফাঁকি দিয়ে লাভ নেই। চাকরি নাই করলে কিন্তু পড়ালেখা ছাড়া অশিক্ষিত জাতী কখনোই উন্নতির শিখরে পৌছাতে পারবে না।

আমার রোল মডেল CR-7 তাঁর থেকে অনুপ্রেরণা পাই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url