একবার ভেবে দেখুন তো আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন
অনেক মানুষ কষ্টে বুক ফেটে গেলেও মুখ ফুটে চিৎকার করতে পারে না। কেউ কেউ তো আবার চিৎকার করে দুচোখের জলে কষ্ট ভাষায়। তবুও আপনার মত যারা ভালোবাসার অভিনয় করে তারা এই বিচ্ছেদের কষ্টটা বোঝে না। আসলে তাদের হৃদয় বলতে কিছু নেই। যদি থাকতো তবে শেষ বিদায়ে প্রিয়জনের আকুতি মিনতি আর চোখের জল দেখেও থেকে যেতো। ছেড়ে যেতে পারতো না।
সত্যি বলতে যারা ভালোবাসে না তাদের হৃদয় বলতে কিছু নেই।
যাকে চিরদিন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে দিনরাত অভিনয় করে স্বপ্ন দেখিয়েছেন। আপনি অন্য কাউকে বিয়ে করছেন শুনে সেই মানুষটা কি করেই বা ঠিক থাকবে বলুন। তার স্বপ্নগুলো কষ্ট হয়ে তার বুকে জমে থাকবে। বেঁচে থাকার ইচ্ছে দিনদিন শেষ হতে থাকবে। এই মানুষটা তখন অন্য কোনো মানুষকে বিশ্বাস করতেও ভয় পাবে।
কারণ ভালোবাসা বাজার থেকে কিনে আনা শখের কোনো মাটির পুতুল নয় যে, ইচ্ছে হলো বাজার থেকে কিনে আনলাম, অযত্নে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে দিলাম।
মানুষ মন দিয়ে ভালোবেসে যখন প্রতারিত হয়। তখন কেউ কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা ও করে বসে। আর যারা বেঁচে থাকে তারা একটা জিন্দালাশ হয়ে বেঁচে থাকে পৃথিবীতে।
একবার ভেবে দেখুন তো আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, সে যদি আপনার সাথে ভালোবাসার অভিনয় করে আপনার সাথে প্রতারণা করে। আপনি কি মেনে নিতে পারবেন? পারবেন না।কারণ এই অভিনয় করতে করতে একসময় হয়তো আপনিও কাউকে ভালোবেসে ফেলবেন। আপনার ভালোবাসার মূল্যায়ন তখন সে করবে না।
ভালোবাসা কোনো খেলনা নয়। ভালোবাসা সৃষ্টিকর্তার দেয়া একটি মূল্যবান সম্পদ। যাকে বিয়ে করতে পারবেন না তার সাথে কখনো ভালোবাসার অভিনয় করে তার সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন না।
মনে রাখবেন কষ্ট দিলে কষ্ট পেতে হয়।
ⓒ. শাহরিয়ার শরীফ